মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

নিখোঁজের ৪০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে /

সুনামগঞ্জের সুরমা নদীতে বাল্কহেড’র ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়।

রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার আজমপুর খেয়াঘাট সংলগ্ন নদীর চর থেকে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।

মারা যাওয়া সামছুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, শুক্রবার রাতে ইঞ্জিনচালিত একটি নৌকাকে ধাক্কা দেয় বাল্কহেড। এতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন সামছুল ইসলাম। আজ (রোববার) সকালে সুরমা নদীর চরে একটি লাশ ভেসতে দেখে স্থানীয় লোকজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD