ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,পিপিএম বার এর সাথে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ আগস্ট) বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন এবং সাংবাদিকদের জন্য মিডিয়া উইং করার প্রস্তাব করেছেন।
এ সভায় সাভার,আশুলিয়ার সাংবাদিক ও উপজেলার সকল থানার পুলিশ ইনচার্জরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল ইনচার্জরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে তার সঙ্গে একমত পোষণ করে সাংবাদিকরা বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা জানিয়ে তাদের পক্ষ থেকে পুলিশ সুপারকে সর্বত্র সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।