মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে /

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ আদেশ দেন।

মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।

বাদী পক্ষের আইনজীবী জানান, আসামিদের ৩০২/৩৪ ধারায় মৃত্যদণ্ড, ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থকে জানা যায়, ২০১৩ সালের ২০ মে গৃহবধূ রহিমা বেগমকে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করেন আসামিরা। এ ঘটনার পরের দিন তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি সায়েদুল ইসলাম বাবু জানান, মামলায় মোট ১৮ জন সাক্ষ্য প্রদান করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। তবে আরেক আসামি মাহমুদা পলাতক রয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD