শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে /

টিকিট থাকার পরও ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে বাধা, টাকা দাবি এবং সেনা সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এতথ্য নিশ্চিত করেন।

আটককৃত আরএনবি সদস্যরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গত ৮ আগস্ট একজন সেনা সদস্য মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের তিনটি বগির যে কোনো একটিতে যেতে বলে। একই সঙ্গে টিকিট কাটা বগিতে উঠতে হলে ৩০০ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুঁমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আরএনবির সদস্যরা সেনা সদস্যকে মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD