বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে লরির ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে /

উত্তরায় লরির ধাক্কায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য মারা গেছেন।

রোববার (২৮ আগস্ট) সকালে উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ বদরুল হাসান এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাপুর টঙ্গী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লরি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, মাসুদ আব্দুল্লাহপুরে রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। রাস্তা পারাপারের সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। কর্তব্যরত সার্জেন্ট দ্রুত তাকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD