শুক্রবার বিকালে মৌলভী বাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আমেরিকা প্রবাসী রাজু আহমেদের রাজু ফাউন্ডেশনের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদেরকে ঢেউটিন প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে, বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি, দেশবরেণ্য বিশিষ্ট সাংবাদিক, ফরিদ খাঁন, বিশেষ অতিথি, বাংলাদেশ প্রেস ক্লাব,মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, ড.এড.আবু তাহের।
বাংলাদেশ প্রেস ক্লাব,মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, মোঃ তাজুদুর রহমান।
মৌলভীবাজার রাজু ফাউন্ডেশনের পক্ষ থেকে মোঃ বাবলু আহমদ।
সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেস ক্লাব,সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার, সভাপতি, মোঃ রুমান আহমদ। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক,মুফাদ আহমদ মুরাদ।
বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির বক্তব্যে বলেন সারাদেশ ব্যাপী বাংলাদেশ প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে দেশের সাংবাদিকরা সবসময় দুর্যোগ মোকাবেলা ও দরিদ্রদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।