শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

নিজেদের পারমাণবিক শক্তিধর ঘোষণা দিলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে /

নিজেদের আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর দেশ বলে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটিতে এ সংক্রান্ত একটি পাস হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নতুন আইনটি পাস হওয়া উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র ‘কখনও ত্যাগ করবে না’ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও আলোচনা হতে পারে না।

নতুন আইনটিতে বলা হয়েছে, পিয়ংইয়ং নিজেকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে। এর আগের আইনে অবশ্য বলা হয়েছিল, অন্যান্য দেশগুলোকে পারমাণবিক নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করবে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না।

কিম জং উন তার বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় পারমাণবিক শক্তি নীতির সাথে সম্পর্কিত আইন ও প্রবিধান গ্রহণ একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ আমরা জাতীয় প্রতিরক্ষার উপায় হিসাবে আইনত যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD