মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে /

চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা অফিসে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এসব তথ্য জানানো হয়।

অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্সে প্রবাহের দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময় মূল্যস্ফীতি হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।

এ সময় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীর গতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও। এমন অবস্থায় রাজস্ব আদায় বৃদ্ধিতে সরকারকে তাগিদ দিয়েছে এডিবি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD