সারাদেশ ভাসছে উৎসবে। সাবিনা-সানজিদাদের বিজয় ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়। ছাদখোলা বাসে আনন্দ যাত্রার সঙ্গী ছিল হাজার হাজার মানুষ। কিন্তু তাদের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যেন অন্ধকারে।
সন্ধ্যায় পা ফেলতেই দেখা যায় ভিন্নরকম চিত্র। নেই কোনো আলো। ভবনের কর্নারে জ্বলছে একটি হ্যালোজিন। যেটি জ্বলে প্রতিদিনই। অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। এ ছাড়া বাড়তি কোনো উচ্ছ্বাসও চোখে পড়ছে না।
সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়েদের বাস বাফুফে ভবনে পৌঁছায়নি। এখানে তাদের বরণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। এ জন্য তিনি যাননি বিমানবন্দর। তবে চ্যাম্পিয়নদের গ্রহণের জন্য বাফুফের আয়োজন যেন সাদামাটা।