মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলার ঘটান ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর পর হামলাকারী নিজ বন্দুক দিয়েই আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তি কী কারণে এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে তাৎক্ষণিকভাবে বলেন, তিনি শহরের স্কুল নং ৪৪-পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী ও অ্যালেম্বুলেন্স ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ভবন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD