মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে /

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিপর্যয় (ট্রিপ) দেখা দিয়েছে। ফলে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।পিজিসিবি জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ জানাতে পারেনি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে৷ সীমিতভাবে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।পিজিসিবির বলছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে। বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন- হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD