শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

হামজাকে পেতে লেস্টারকে বাফুফের চিঠি

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

লন্ডন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলে পেতে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বুধবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। তিনি বলেন, ‘আমরা হামজা চৌধুরীকে পাওয়ার জন্য তার ক্লাবের রীতি মেনেই লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়ম অনুযায়ী কোন ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। সে জন্য যদি আমাদের বিলম্ব হয় সেটাই করতে হবে। কারণ এটাই নিয়ম।’ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের হয়ে এখন ধারে খেলছেন হামজা। ক’দিন আগে এক গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত হবো।’ তাই বাফুফে এখন হামজা চৌধুরীর বিষয়ে আগ্রহী হয়েছে। তাকে বাংলাদেশ জাতীয় দলে পেতে উঠেপড়ে লেগেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

 

২৫ বছর বয়সী হামজার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার মা বাংলাদেশি, বাবা গ্রেনাডিয়ান। তার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাউগবার্গে। ২০১৮-১৯ মৌসুমে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ টি ম্যাচও খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে দায়িত্বে থাকার সময় ২০১৯ সালে তার দেশের ক্লাব লেস্টার সিটির মাধ্যমে হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। উদ্দেশ্যে ছিল বাংলাদেশ জাতীয় দলে হামজার খেলার আগ্রহ আছে কিনা তা জানা। কিন্তু জেমি ডের যোগাযোগে কোন সাড়া দেননি হামজা। তিন বছর পর ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার খোদ বাফুফে আগ্রহ প্রকাশ করেছে হামজাকে পেতে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD