মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

পচা-বাসি খাবার রাখার দায়ে সুলতান’স ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে /

পচা-বাসি খাবার রাখার অপরাধে রাজধানীর মিরপুরের সুলতান’স ডাইনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পূর্ণিমা নামের ওপর একটি রেস্তোরাঁকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।শনিবার (৮ অক্টোবর) দুপুরে মিরপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আব্দুল জব্বার মণ্ডল বলেন, “মিরপুর ২ নম্বরে সুলতান’স ডাইনকে এক লাখ টাকা এবং পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই দুই রেস্তোরাঁর ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করতে দেখা গেছে। তারা এগুলো পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল। খাবারগুলো আবার ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা ছিল। এসব অপরাধে এই জরিমানা করা হয়েছে।”

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD