মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

যারা ইসলামের নামে রগ কাটে তারা বন্ধু নয়, শত্রু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে /

যারা ইসলামের কথা বলে হত্যা করে, হাত-পায়ের রগ কাটে, তারা ইসলামের বন্ধু নয় বরং শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ রবিবার (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি মহাসমাবেশ ও শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, যারা ইসলামের কথা বলে ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে, ধর্মের বদনাম ও অমঙ্গল করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, ইসলামের কথা বলে যারা হত্যাকাণ্ড করে, মানুষের হাত-পায়ের রগ কাটে, তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। কোনও যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, অথচ অনেকে ওলি-আকরামদের বিরুদ্ধে কথা বলে, তারা আসলে ফেতনা সৃষ্টিকারী।হাছান মাহমুদ বলেন, ইসলামের জন্য শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোনও সরকার বা কেউ সেটি করেননি।তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নির্দেশে সারা দেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ৫ হাজার ২শ’ টাকা করে ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে সারা দেশে জেলা-উপজেলায় ছয়শ’ মসজিদ নির্মিত হয়েছে ও হচ্ছে, সেগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।এছাড়া কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার পর তাদের অনেকেরই সরকারি চাকরি হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারে এবং ফিলিস্তিনিরাসহ পৃথিবীর সব মুসলমানদের ওপরে নির্যাতন ও তাদের কষ্ট যাতে দূর হয়, সে জন্য মহান স্রষ্টার দরবারে ফরিয়াদ জানাই।সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি, মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উদ্বোধক এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহম্মদ ফরিদুল হক খান বিশেষ অতিথির বক্তব্য দেন।এর আগে, রবিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ। মাইজভান্ডারীয়া দরবার শরীফের মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর সভাপতিত্বে এতে দেশ বিদেশের খ্যাতিমান আলেম, ইসলামি চিন্তাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD