মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

ডিবি পরিচয়ে তুলে নেওয়া ছাত্রদল নেতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ডিবি পুলিশ পরিচয়ে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে তুলে নেওয়ার ২৪ ঘণ্টা পরে হাত-পা শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।গতকাল রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নরায়ণপুর কৃষি অফিসের পেছনের বাগান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।পরে ৯৯৯ নম্বরে কল করে জানালে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। এর আগে শনিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর ইশ্বরবসু রোড থেকে অপরিচিত চারজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়।ফোরকান হোসেন ইরান বরিশালের বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামের বাসিন্দা আলম চানের ছেলে।উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, স্থানীয়রা পুলিশকে অবহিত করলে পুলিশ সেখানে গিয়ে একজনকে উদ্ধার করে নিয়ে আসে। তবে পুলিশ গিয়ে কাউকে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় পায়নি। উদ্ধার করা যুবক কোনো অভিযোগ না করায় ওই রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গত রবিবার সকালে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন ফোরকান হোসেন ইরানের চাচাতো ভাই রাব্বি। তিনি অভিযোগে উল্লেখ করেন, শনিবার রাতে বরিশাল নগরীর ইশ্বরবসু রোড থেকে অপরিচিত চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায় ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানকে।এদিকে, অভিযোগ দায়েরের প্রায় ১২ ঘণ্টার মাথায় রবিবার রাতে ইরানকে গুঠিয়ার নারায়ণপুর কৃষি অফিসের পেছনের বাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উদ্ধারের সময় তার পরনে আন্ডারওয়্যার ও গেঞ্জি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।গুঠিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউল করিম বলেন, উদ্ধারের পর ওই ছেলে অমাদের কাছে দাবি করেছে, ডিবি পরিচয়ে তাকে দুই দিন আগে তুলে নেওয়া হয়। এরপর ডিবির জিম্মায় ছিল। শেষে রবিবার রাতে একটি মাইক্রোবাসে করে নারায়ণপুর এলাকার কৃষি অফিসের পেছনের বাগানে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে শিকলে বাঁধা অবস্থায় পেয়েছে।গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব বলেন, বাগান থেকে হাত-পা শিকলে বাঁধা অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। উদ্ধারের সময় ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় লোকজন ছিল।বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ফোরকান হোসেন ইরান জেলা ছাত্রদলের ১ নং সহ-সাধারণ সম্পাদক। তাকে উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে বলে শুনেছি। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD