নাইজেরিয়ার অ্যানামব্রাতে নৌকাডুবির ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। গত শুক্রবার (৭ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন আরোহী যাত্রী ছিলেন।দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানিয়েছেন, নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ আশ্রয়স্থলে যাচ্ছিলেন। কিন্তু একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।তিনি আরো বলেন, নৌকায় যারা ছিলেন, তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। নিখোঁজদের উদ্ধারে নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট অনুসন্ধান অভিযান চালাচ্ছে।এদিকে এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার দেশের নৌযান চলাচল ব্যবস্থা যেনো নিরাপদ হয় সেজন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নকো বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে এবং ডুবে যাওয়ার আগে নৌকাটি একটি সেতুতে আঘাত হানে।উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌ-দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। বেশির ভাগ সময় অতিরিক্ত যাত্রী বহন ও দুর্বল নিরাপত্তার কারণে দুর্ঘটনাগুলো ঘটে।