মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

আরো ৩ বছরের জেল সু চির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে /

ঘুষ-জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত।আজ বুধবার (১২ অক্টোবর) স চির বিরুদ্ধে এ রায় দেন আদালত।উল্লেখ্য, বর্তমানে নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী অং সান সু চি। সেখান থেকেই নিজের বিরুদ্ধে হওয়া সব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন তিনি।এর আগেও বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। সু চির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মিয়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও সব মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করছেন তিনি।২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেপ্তার ও তার সরকারকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সেই থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি। দেশটির রাজনৈতিক সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।

 

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD