রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে /

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও পূজা প্রেমে মজেছেন- এমন গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন পূজা চেরি।মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নতুন করে আবারও গুঞ্জন ওঠে যে পূজা নাকি তার সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলামগ্রহণ করেছেন এবং ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন শাকিব-পূজা।এতেই ক্ষেপে যান তরুণ এই অভিনেত্রী। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার ভেরিফায়েড ফেসুবক পেজে জানিয়েছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে, এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে।’তিনি আরও লেখেন, ‘বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি। গুঞ্জন রটানো হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’তিনি এরও লেখেন, ‘কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD