শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

‘গণতান্ত্রিক ধারাবাহিকতার কারণেই দেশের সার্বিক উন্নয়ন’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে /

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিক গণতন্ত্রের কারণেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে। কারো সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্বে বিশ্বাসী বাংলাদেশ। সেনাবাহিনী যেন কোনো দিক থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি সৈনিকের দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের পতাকার মর্যাদা রক্ষা করা।আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত চারটি মেকানাইজড ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে নিষ্ঠার সাথে দেশের সেবায় কাজ করে যাবেন।’বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৩ হবে দুর্ভিক্ষের বছর। তাই বাংলাদেশ যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে এ জন্য সবাইকে সঞ্চয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD