যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাকের চাপায় শ্যামসুন্দর (৫৭) নামে এক ভারতীয় ট্রাকচালক নিহত হয়েছেন।আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্যামসুন্দর ভারতের মথুরার আমরালা এলাকার তেজী সুন্দরের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক শিলনকে গ্রেপ্তার করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। শিলন ওই ট্রাকের হেলপার।প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাকচালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন কামাল ভূঁইয়া বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।