রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

রাশিয়ায় সেনা ট্রেনিং ক্যাম্পে বন্দুক হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে /

রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১১ সেনা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদে এ ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটে। ওই বন্দুক হামলা পরিচালনা করেন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দুজন নাগরিক। হামলার সময় রুশ সৈন্যরা অনুশীলন করছিলেন। দুই হামলাকারী সেনাদের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বিরুদ্ধে স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা পোষণকারী ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেওয়ার সময়, সন্ত্রাসীরা ইউনিটের কর্মীদের ওপর গুলি চালায়।এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউব সাক্ষাত্কারে বলেছেন, হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের বাসিন্দা এবং ধর্ম নিয়ে বিতর্কের জেরে অন্যদের ওপর গুলি চালিয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD