শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কলেজছাত্রের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে /

বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভির হাওলাদার (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।মৃত তানভির গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকার মো. শাহ্ আলম হাওলাদারের ছেলে এবং পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন।নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তানভির হাওলাদার। যেখানে দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদ পর্যন্ত বিদ্যুৎ নেয়া হয়েছিলো।সোমবার রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. নাসির জানান, এই ঘটনায় কারো কোনে অভিযোগ পাওয়া যায়নি। তাই স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD