শ্রীলঙ্কার বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।ম্যাচের ১৫তম ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপাকসেকে ক্যাচ দিয়ে শুরু করেন মেইয়াপ্পন। পরের বলে চারিত আসালঙ্কাকেও তুলে নেন মেইয়াপ্পন। শেষ বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে ক্লিন বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেইয়াপ্পন।মেইয়াপ্পন চার ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন।এর আগে ব্রেট লি (২০০৭), কার্টিস ক্যাম্পার (২০২১), ওয়ানিন্দু হাসরাঙ্গা (২০২১) এবং কাগিসো রাবাদা (২০২১) বিশ্বকাপের আসরে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপের আসরে পঞ্চম বোলার হিসেবে মেইয়াপ্পন হ্যাটট্রিকের এ কীর্তি গড়লেন।