রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় কিডনি জটিলতায় শিশু মৃত্যু বেড়ে ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে /

ইন্দোনেশিয়ায় মারাত্মক আকার ধারণ করেছে শিশুদের কিডনি জটিলতা। কিডনি জটিলতায় এরইমধ্যে দেশটিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে।ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন এ তথ্য জানান।তিনি বলেন, দেশের ২২ প্রদেশের কিডনি বিকল ২৪১ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ১৩৩ শিশুর মৃত্যু হয়েছে।এর আগে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতে কিডনি বিকল ৭০ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। ভারতীয় ওষুধ কোম্পানি মেইডেন ফার্মাসিটিক্যালসের চারটি সর্দিকাশির সিরাপ পানে ওই শিশুদের মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঐ তদন্তে জানা গেছে, চারটি কফ সিরাপে এথিলিন গ্লাইকল ও ডায়াথিলিন গ্লাইকল নামের দুটি রাসায়নিক উপাদানের বিপজ্জনক মাত্রার উপস্থিতি রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাম্বিয়া ও ইন্দোনেশিয়ায় কিডনি বিকল শিশুদের মৃত্যুর কারণ একই।মন্ত্রী বলেন, শিশুদের ঠাণ্ডাজ্বর ও সর্দিকাশির চিকিৎসার জন্য উপযোগী পাঁচটি সিরাপে বিপজ্জনক মাত্রায় এথিলিন গ্লাইকোল, ডায়াতিলিন গ্লাইকোল ও এথেলিন গ্লাইকোল বিউটাইল ইথারের উপস্থিতি মিলেছে। কিডনি জটিলতায় মৃত ও আক্রান্ত শিশুদের প্রত্যেকেই এ পাঁচটি সিরাপের কোনো একটি সেবন করেছিল বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD