শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

সাবধান থাকার নির্দেশ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে /

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপই বঙ্গোপসাগরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে। ঘূর্ণিঝড় সিত্রং-এর বর্তমান অবস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে বিরাজ করছে। যা সোমবারই (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।মঙ্গলবার (২৫ অক্টোবর) তা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কুয়াকাটা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজীৎনাথ।তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চক্ষু কুয়াকাটা উপকূলে আঘাত হানবে। এরপর ঝালকাঠি ও বরিশাল জেলার মদ্যদিয়ে চাঁদপুর অঞ্চলে অগ্রসর হবে। মিয়ানমার থেকে চট্টগ্রাম উপকূল এবং সন্দীপ, হাতিয়া, কুতুবদিয়া, নোয়াখালী উপকূল প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের পূর্ব ও মধ্য উপকূলে সর্বোচ্চ গড় জলোচ্ছ্বাস পরিলক্ষিত হবে ১২ ফুট। আর সুন্দরবন এলাকায় সর্বোচ্চ ৪-৫ ফুট হবে।বঙ্গোপসাগরে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মাছ ধরাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রেখে সতর্কতার কথা বলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD