শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

ভারত-পাকিস্তান ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। এই দুই দেশের খেলা ক্রিকেটের উন্মাদনা বাড়িয়ে দেয় বহুগুণে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায়। এই ম্যাচ নিয়ে সবার আগ্রহ থাকলেও মুখোমুখি হতে কতটা প্রস্তুত দুই দল। নিজের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন রোহিত শর্মা ও বাবর আজম।শুধু পাকিস্তান চ্যালেঞ্জ নয়, অস্ট্রেলিয়ায় শিরোপাখরা ঘোচানোর চ্যালেঞ্জও রোহিত-কোহলিদের সামনে। এবার শিরোপার স্বাদ না পেলে এক দশক আইসিসি ইভেন্টে ট্রফিহীন থাকতে হবে ভারতকে। এমন কিছুর সাক্ষী হতে চান না রোহিত। তিনি বলেছেন, ‘আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে বড় ম্যাচে আমরা যে পারফরম্যান্স দেখাতে চাই তা হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি সুযোগ সবসময়ই আসে এবং আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। এজন্য আমাদের কিছু জিনিসের ওপর ফোকাস করতে হবে।’ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘৯ বছর ধরে আইসিসি ট্রফি জিততে না পারাটা একটি চ্যালেঞ্জ। শেষ আমরা জিতেছিলাম ২০১৩ সালে (চ্যাম্পিয়ন্স ট্রফি)। আমাদের মতো দলের ওপর অনেক প্রত্যাশা, আমরা অবশ্যই এতে কিছুটা হতাশ। এই টুর্নামেন্টটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমাদের এটা পরিবর্তন করার ভালো সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি যে এখানে ভালো করার জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের ম্যাচ ধরে এগুতে হবে।’সব মিলিয়ে বিদেশি কন্ডিশনে নিজেদের প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা রাখছেন রোহিত, ‘পার্থে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমরা সেখানে ৯ দিন ছিলাম, তারপর ব্রিসবেনে আসি। আমরা পার্থে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছিলাম শুধু কন্ডিশন এবং উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষভাবে কিছু বিষয়ের ওপর ফোকাস করতে পেরেছি এবং বোলাররা কিছু বিষয়ে কাজ করেছে। নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাওয়ায় আমরা সত্যিই ভাগ্যবান।’কোনো নক আউট ম্যাচ নয়। হারলেও সর্বনাশ হবে না কোনো দলের। তবে লড়াইটা ভারত-পাকিস্তানের মধ্যে, তাই বরাবরের মতো মহারণ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সবসময়কার মতো এবারো বাড়তি চাপের ম্যাচ এটা, যা মেনে নিয়েছেন বাবর আজম। চিরশত্রুদের বিপক্ষে ম্যাচের উত্তেজনা ভালোভাবেই টের পাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। এতে অবশ্য ভড়কে যাচ্ছেন না তিনি। বরং দেশকে আরও একটি জয় উপহার দিতে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিতে প্রস্তুত বাবর এবং তার দল।শনিবার সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘নিঃসন্দেহে (ভারতের বিপক্ষে) বাড়তি চাপের ম্যাচ। তবে আমরা এটাকে সহজ রাখার চেষ্টা করব। আমাদের সক্ষমতা এবং আমরা যে অনুশীলন করেছি তাতে বিশ্বাস রাখতে চাই। এটা ভালো একটি ম্যাচ হতে চলেছে, যদিও আমি জানি না যে উইকেটের আচরণ কেমন হবে। আমরা আমাদের ভক্তদের তাদের সমর্থনের জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশের জন্য ভালো করার চেষ্টা করব।’বিশ্বকাপে পাকিস্তান দলে ব্যাটিংয়ে ভরসার কেন্দ্রে বাবর আর মোহাম্মদ রিজওয়ান। দুই ওপেনারের কাঁধে চেপে দারুণ ছুটছে তারা। তাদের মিডল অর্ডার চলছে উল্টো রথে। তাই তো সাবেক ভারতীয় ক্রিকেটাররা রোহিত শর্মাকে দিয়েছেন এমন টোটকা-ম্যাচ জিততে হলে দ্রুত আউট করো বাবর আর রিজওয়ানকে। এটা কি আসলেই জয়ের জন্য যথেষ্ট হবে ভারতের জন্য? পাকিস্তানের মিডল অর্ডার কি খুবই ভঙ্গুর? এমন সব প্রশ্নই উঠেছিল বাবরের সংবাদ সম্মেলনে।সাংবাদিকদের প্রশ্নের বিপরীতে হাসিমাখা মুখে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘দেখুন স্যার, এট আমরা (ম্যাচের) দিন জানতে পারব। আপনি কখনো কিছু জানেন না। এটা টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে যে কেউ আপনাকে চমকে দিতে পারে। মিডল অর্ডারে আমাদের বিশ্বাস আছে। তারা আমাদের বেশ কিছু ম্যাচ জিতিয়েছে, তারা যথেষ্ট কঠিন পরিস্থিতিতে পারফর্ম করেছে। আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’পাকিস্তানের শক্তির জায়গা বোলিং ইউনিট। এই দিক থেকে চ্যালেঞ্জ দেখছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর শাহিন শাহ আফ্রিদিদের শক্তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাবরকে। এমনটা স্পষ্ট পাকিস্তান অধিনায়কের বক্তব্যে, ‘আমাদের পেসাররা দারুণ পারফর্ম করছে। শাহিদ দল ফিরেছে, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ বোলিংয়ে উন্নতি করেছে। আমাদের বোলিং ইউনিটের প্রতি আমাদের আস্থা অনেক বেশি। সুতরাং ম্যাচের দিনে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’ভারত ম্যাচের জন্য একাদশও সাজানো প্রায় শেষ পাকিস্তানের। উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় ভারত ম্যাচে খেলা হচ্ছে না ফখর জামানের। তবে মাথায় চোট পাওয়া শান মাসুদ সুস্থ আছেন আজকের ম্যাচে খেলার জন্য। সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক বাবর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD