শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

টুইটারের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা পাবেন ১০ কোটি ডলার

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে /

নানা ঘটনার পর অবশেষে বৃহস্পতিবার ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন মাস্ক। টুইটারের ভার এখন তার হাতে। তিনি টুইটারের দায়িত্বে আসার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।চাকরি হারানো কর্মকর্তারা হলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে।অন্য প্রতিষ্ঠানের মতো টুইটারের নীতিমালাতেও চাকরিচ্যুতির পর কর্মীর দেনা-পাওনা মেটানোর নিয়ম রয়েছে। সে হিসেবে সবই পরিশোধ করা হবে তিন কর্মকর্তাকে। একই সাথে এক বছরের স্বাস্থ্যবীমা বাবদ প্রত্যেককে দিতে হবে ৩১ হাজারের ডলারের মতো। বেশ বড় অঙ্কের অর্থ পাবেন তারা ক্ষতিপূরণ হিসেবে।সবমিলিয়ে এই অর্থের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হিসাব কষে ব্লুমবার্গ বলছে, পরাগ আগারওয়াল পাবেন ৫০ মিলিয়ন ডলার, নেড সেগাল পাবেন ৩৭ মিলিয়ন ডলার আর বিজয়া গাড্ডে পাবেন ১৭ মিলিয়ন ডলার।ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল টুইটারে যোগ দেন ২০১১ সালে। ২০১৭ সালে কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হন তিনি। এরপর ২০২১ সালের নভেম্বরে টুইটারের সিইও করা হয় তাকে। ইলন মাস্কের টুইটার কেনার খবর প্রথম যখন ছড়ায়, তখনই পরাগ চাকরিচ্যুত হতে পারেন বলে আভাস পাওয়া যায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD