শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন

ঢাকা জেলা আ. লীগ: সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বেনজীর আহমদকে সভাপতি ও পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করা হয়েছে।আজ শনিবার (২৯ অক্টোবর)) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।২০১৪ সালের ত্রিবার্ষিক সম্মেলনেও বেনজীর আহমেদ সভাপতি পুনঃনির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সাল থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।নবাবগঞ্জের সন্তান পনিরুজ্জামান তরুণ আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তরুণ আগের কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের জায়গায় দায়িত্ব পেয়েছেন।প্রসঙ্গত, ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয় শনিবার বেলা ২টায়। সম্মেলনে আগত নেতাকর্মীদের কারও গায়ে ছিল সবুজ রঙের টি–শার্ট, কারও গায়ে হলুদ রঙের পোশাক। কেউ পরে এসেছিলেন টিয়া রঙের টি–শার্ট, আবার কারও গায়ে লাল রঙের পোশাক। এভাবে নানা রংবেরঙের পোশাক পরে সম্মেলনে অংশ নেন তারা।সম্মেলন শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে অনেক ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। ঢাকা জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে দোহার, ধামরাই, সাভার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জসহ মোট সাত উপজেলার নেতা–কর্মীরা অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD