রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

দ. কোরিয়ায় হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৫১

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে /

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক এলাকায় হ্যালোউইন উৎসবে ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫১ জন প্রাণ হারিয়েছেন। এতে ১৫০ জন আহত হয়েছেন।গতকাল শনিবার (২৯ অক্টোবর) দেশটির ইয়ংসান দমকল কেন্দ্রের প্রধান চই সুং বিয়ম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ৭৪ জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ৪৬ জনের মরদেহ রাস্তায় রাখা হয়। তাদের কাছাকাছি একটি জিমে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তাদের শনাক্ত করা যেতে পারে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, নিহতদের অনেকেই একটি নাইটক্লাবের কাছে ছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই ২০ বছর বয়সী নারী।সিউলসহ সারাদেশের ৮০০ জনেরও বেশি জরুরি কর্মী এবং পুলিশ কর্মকর্তা আহতদের চিকিৎসার জন্য রাস্তায় মোতায়েন করা হয়েছে।জানা গেছে, হ্যালোউইন উৎসবে মধ্যে অসংখ্য মানুষ একটি সরু গলিতে পড়ে গেলে তারা পায়ের চাপে পিষ্ট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা গভীর হওয়ার সাথে সাথে ভিড়ও ক্রমশ বাড়তে থাকে। ঘটনাস্থলের একাধিক ভিডিওতে ওই এলাকার সড়কগুলোতে মৃতদেহ বহনে ব্যবহৃত বডি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। জরুরি বিভাগের কর্মীদের অচেতন ব্যক্তির হৃদযন্ত্র সচলে প্রাথমিক চিকিৎসা দিতে এবং উদ্ধারকর্মীদেরকে অনেকের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা করতে দেখা গেছে।এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল। হ্যালোউইন উদযাপনে ইতায়েওনে গতকাল শনিবার প্রায় লাখখানেক মানুষের জড়ো হয়। মর্মান্তিক দুর্ঘটনা মোকাবিলায় মোট ১৪২টি দমকল ইঞ্জিন এবং অন্যান্য উদ্ধারকারী যানবাহন জড়ো করা হয়েছে। দেশটিতে কোভিড বিধিনিষেধ এবং সামাজিক দূরত্ব তুলে নেওয়ার তিন বছরের মধ্যে এটি ছিল প্রথম হ্যালোইন উৎসব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD