মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ১৪১

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহতরে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১। এখনো কমপক্ষে ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি ধসে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন ছিলেন।প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে তা পুনরায় চালু করা হয়।গুজরাটের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD