“রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থে এক কাতার” এ শ্লোগানকে সামনে রেখে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৩১ অক্টোবর) সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে এ শ্রমিক সমাবেশ,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক জনাব চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পরিচালক,এফ বি সি সি আই চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদ, কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর,সলিডারিটি সেন্টারে এ.কে.এম নাসিম, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের চেয়ারম্যান জেড এম কামরুল আলম।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন ট্যানারির শতাধিক শ্রমিক।এ সময় ট্যানারি শিল্পে শ্রম আইন ও শ্রম বিধিমালা বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার,আবাসন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা,স্বাস্থ্য ঝুঁকি এড়ানো,স্কুল,কলেজ,খেলার মাঠ,নিম্নতম মজুরি কাঠামো বাস্তবায়ন,সোশ্যাল কমপ্ল্যায়েন্স নিশ্চিত করা সহ চামড়া শিল্প নগরীতে হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।