শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

পাতালে অবস্থান করছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে আয়ারল্যান্ড। এক নম্বর গ্রুপে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে তারা। এই জয়ের পর আফগানিস্তানের সাথে তাদের ম্যাচটি ভেসেছে বৃষ্টিতে। সব মিলিয়ে ইংলিশদের হারানোর রেশ নিয়েই নিজেদের চতুর্থ ম্যাচে আজ সোমবার (৩১ অক্টোবর) গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আইরিশরা। এদিকে, অজিরা খুব বাজেভাবে টুর্নামেন্ট শুরু করলেও আগের ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ঘুরে দাঁড়িয়েছে।আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বিজয়ীরা। ব্রিসবেনের গ্যাবায় ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায়।ক্রিকেটে অর্জন যদি হয় আকাশে তবে আইরিশদের অবস্থান পাতালে। তবে চমক আর নাটকীয়তায় ভরপুর এবারের বিশ্বকাপে খুব একটা স্বস্তিতে নেই বড় দলগুলো। ঘরের মাঠে খেলা হলেও আজকের ম্যাচে আইরিশদের যথেষ্ট সমীহ করছে স্বাগতিকরা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘আয়ারল্যান্ড কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা আমরা দেখেছি। তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। দলটিতে বেশ কয়েকজন ভালো মানের প্লেয়ার আছে।’ এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার কথা জানাচ্ছে আইরিশ শিবির। দলটির অলরাউন্ডার গারেথ ডিলানির কথায়, আমরা যদি সেরার কাছাকাছিও খেলতে পারি তবে যেকোনো দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD