গত মাসে দাম কমার পর নভেম্বরে আবার বাড়লো এলপিজির দাম। প্রতি কেজিতে এলপিজির দাম বাড়লো ৩ টাকা ২৫ পয়সা। একইভাবে দাম বাড়লো অটোগ্যাসেরও। নতুন এ দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।আজ বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ২৬ পয়সা, যা অক্টোবর মাসে ছিল ১০১ টাকা ১ পয়সা, এর আগে সেপ্টেম্বর মাসে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা। এদিকে ১২ কেজি সিলিন্ডার নভেম্বর মাসে দাম ১ হাজার ২৫১ টাকা ঠিক হয়েছে, যা অক্টোবর মাসে ছিল ১ হাজার ২০০ টাকা, এর আগে সেপ্টেম্বর মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা।এদিকে নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা অক্টোবর মাসে ছিল ৫৫ টাকা ৯২ পয়সা, সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। এই হিসাবে অক্টোবরের তুলনায় নাম নভেম্বরে দাম বেড়েছে ২ টাকা ৩৬ পয়সা।তবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম প্রায় একই আছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম অক্টোবরে দাম ছিল শূন্য দশমিক ২১ টাকা, এবার তা শূন্য দশমিক ২২ টাকা।বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘ডলারের দাম বাড়ায় এবার এলপিজির দাম কিছুটা বেড়েছে। এলসি রেট অনুযায়ী এবার ডলারের দাম ধরা হয়েছে ১০৬ টাকা, যা বাংলাদেশ ব্যাংকের রেট অনুযায়ী ১০৬ টাকা ৯০ পয়সা।’