মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

শেখ হাসিনা নারী বান্ধব প্রধানমন্ত্রী: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে /

গত ১লা নভেম্বর দেশের শীর্ষ নারী উদ্যোক্তাদের অংশ গ্রহনে ধানমন্ডির উইমেন্স ভলোন্টিয়ার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে ই-বীজ ফেয়ারের উদ্বোধন করেছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান এ্যাসোসিয়েশন বিএমবিএর সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।বুধবার (২ নভেম্বর) উদযাপিত হয় বর্নাঢ্য এই মেলার সমাপনি অনুষ্ঠান। উক্ত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এন্ড ফরেন ডেলিগেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।সভাপতির সমাপনী বক্তব্যে তিনি বলেন, যেহেতু আমি এফবিসিসিআই এর ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক ট্রেড ফেয়ার এন্ড ফরেন ডেলিগেশনের দায়িত্বে রয়েছি সুতরাং আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আগামী বাণিজ্য মেলায় আপনাদের জন্য বিশেষ সুবিধার ব্যাবস্থা করা হবে। দেশ- বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আপনাদের আগামী দিনের পথচলায় এফবিসিসিআই এবং আমি আপনাদের পাশে আছি।তিনি নারী উদ্যোক্তাদের কল্যানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী বান্ধব প্রধানমন্ত্রী তিনি নারীর ক্ষমতায়নে বর্তমান বিশ্বের রোল মডেল। তাই বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অবাধ বাণিজ্য সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন ই-ক্লাবের প্রেসিডেন্ট শাহরিয়ার খান, চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও মডেল অভিনেতা অন্তু করিম।মেলাটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শীর্ষ নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় হোম মেইড বিভিন্ন দেশিয় পণ্য।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD