মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

‘আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে /

আওয়ামী লীগ কখনো পালিয়ে যায়নি। আওয়ামী লীগের জন্ম এই দেশে, মরবেও এই দেশে। এই দেশ থেকে পালাবে না তারা। রাজনীতি না করার মুচলেকা দিয়ে যারা পালিয়েছে, তারা বিএনপি।আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে আইইবি’তে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুসারে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, তারাই প্রতিহিংসার রাজনীতি করে।তিনি বলেন, বিরোধী দল আন্দোলন করুক, বাধা দেয়া হবে না। বিরোধী দলকে আন্দোলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে না, হবেও না।তিনি আরো বলেন, বিএনপির দুই প্রধান নেতাই হলো দণ্ডিত। একজন মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। আরেকজন এতিমের সম্পদ খেয়েছেন। বেগম জিয়াকে বিএনপি মুক্ত করেনি। শেখ হাসিনার উদারতায় তিনি আজ বাসায়।মন্ত্রী বলেন, আগামী ১০ ডিসেম্বর বেগম জিয়াকে নিয়ে সরকার পতনের আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করছে। এর মাধ্যমে বিএনপির পতন ধ্বনি শোনা যাচ্ছে।তিনি বলেন, দেশের মানুষ কষ্টে আছে কোনো সন্দেহ নেই। সারা দুনিয়ার মানুষই কষ্টে আছে। এই সংকট থেকে পরিত্রাণের জন্য আমাদের নেত্রী দিন-রাত পরিশ্রম করছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ ছেড়ে পালাবার ইতিহাস কেবল বিএনপি, আওয়ামী লীগের নয়। ২০০৮ সালে বেগম জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ৩০টি সিটও পাবে না। পরে বিএনপি পেলো ২৯ সিট।বিএনপি আন্দোলন করুক। তবে লাফালাফি-বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD