শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে /

খরচ কমানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। ব্লুমবার্গ নিউজ বুধবার বিষয়টি জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়টি জানিয়ে দেয়া হবে। খবর এনডিটিভির।বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী।ব্লুমবার্গ জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেছেন, মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির বিদ্যমান নীতি পরিবর্তন করতে চায়। তিনি কর্মীদের অফিসে কাজ করাতে চান, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। তবে কর্মী ছাঁটাইয়ের নতুন তথ্য নিয়ে টুইটার কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ১ নভেম্বরের আগে টুইটার কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এমন প্রতিবেদন অস্বীকার করেছিলেন টুইটারের মালিক।গত সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন তিনি।এর আগে মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন।এছাড়া গত মঙ্গলবার মাস্ক জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড (ব্লু টিক চিহ্ন) করতে ব্যবহারকারীকে এখন থেকে মাসিক ৮ ডলার গুনতে হবে।এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘চার্জ ছাড়া ব্লু টিক জমিদারি সিস্টেম। জনগণের কাছে থাকবে ক্ষমতা। মাসে ৮ ডলার চার্জ দিতে হবে। ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে দেশের আনুপাতিক হারে মূল্য সামঞ্জস্য করা হবে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD