আর মাত্র কয়েক ঘন্টা পরেই বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ শুরুর আগেই শনিবার সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।কেউ পায়ে হেঁটে, কেউ বা আবার রিকশা, ভ্যান, মোটরসাইকেল এবং মাইক্রোবাসে চেপে আসছেন বরিশালে। নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে মিছিল নিয়ে যাচ্ছেন সমাবেশস্থলে।আর যারা সমাবেশে আসছেন তাদের প্রায় প্রত্যেকের হাতেই দেখা গেছে বাঁশের লাঠি এবং কাঠের টুকরো। জাতীয় এবং দলীয় পতাকার ব্যবহার করা হচ্ছে বাঁশ আর লাঠির উপর।বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বান্দ রোডের পার্শ্ববর্তী চা বিক্রেতা সুমন বলেন, গত দুদিন ধরেই বিএনপির সমাবেশস্থলে মানুষের অনেক ভীড় ছিল। তবে আজ সকাল ৬টার পর থেকে মানুষের উপস্থিতি আরো বাড়তে থাকে। আর বেলা যতই বাড়ছে সমাবেশস্থলে মানুষের উপস্থিতিও ততই বাড়ছে।সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলের পার্শ্ববর্তী জেলা স্কুল মোড়, আমতলার মোড় এবং লঞ্চঘাট এলাকায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশেস্থলে আসছেন। মিছিলে জাতীয় এবং দলীয় পতাকার পাশাপাশি ব্যানার, প্লাকার্ড, টি-শার্ট, ক্যাপ ব্যবহার করছেন নেতাকর্মীরা।মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, দুপুর ২টার পরে সমাবেশ শুরু হবে। এরইমধ্যে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে এসে পৌঁছেছে।তিনি বলেন, সরকারের কোনো ষড়যন্ত্র এবং বাধাই কাজে আসেনি। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা পথে পথে শতবাঁধা উপেক্ষা করেই পায়ে হেঁটে, নৌপথে ট্রলার, পন্যবাহী জাহাজ, মাছ ধরা নৌকায়, সড়ক পথে রিকশা, ভ্যান, মোটরসাইকেলে সমাবেশে আসছেন। আর এটাই প্রমাণ করে দেশের মানুষ অবৈধ সরকারকে আর দেখতে চায় না।