মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে /

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাবি অধ্যাপক হুমায়ুন কবীরকে আগামী চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।প্রজ্ঞাপনে আরো বলা হয়, অধ্যাপক হুমায়ুন কবীর উপ-উপাচার্য হিসেবে আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন৷ এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন৷এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথ পালন করব। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের স্বার্থে সহকর্মীদের নিয়ে শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে কাজ করবো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD