‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’- এই স্লোগানটিকে সামনে রেখে ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা।মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন মুন্সিরাবাদ বাজারে পুলিশের এ সভাটি অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত)মোঃ শাহীন।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃমিঠু শিকদার।এ সময় তিনি বলেন, এটি আমাদের সোনার বাংলাদেশ এই দেশ সুন্দর করতে সব সময় কাজ করে যাব। এছাড়াও মাদক, বাল্যবিবাহ, চোরাচালান,দুর্নীতি, মাছের উপরে ওষুধ প্রয়োগ ও অন্যান্য বিষয় নিয়ে জনতার সাথে মতবিনিময় করেন তিনি।অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আই সেলিম রেজা।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, এসআই আমিনুল ইসলাম, মোঃ সেলিম মাস্টার, এস এম আল মামুন, জাহাঙ্গীর হায়দার, ইউপি সদস্য মোঃ পনির হাওলাদার, মোঃ বরকত, মোঃ হেলাল সিকদার,মোঃ জুয়েল,মহিলা ইউপি সদস্য সাথী ইসলাম প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ আওরাবুনিয়া শাখার সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান।