শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে /

মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে একটি পানশালায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার নারীসহ কমপক্ষে ৯ জন নিহত ও দুই জন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজ্যটির এপাসিও এল আলতো শহরে এ হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।বার্তাসংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরেছে।প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা। রাজ্যটি বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উত্পাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বুধবার (৯ নভেম্বর) রাতে পানশালায় হামলা চালানোর পর বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল।সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি পানশালায় বন্দুক হামলায় ১২ জন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরো ১০ জন।গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে । যেসব মালিক মাদককারবারিদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়। তারা শুধু যে প্রতিপক্ষকে হত্যা করছে তা নয়, নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হিমশিম অবস্থা তার সরকারের।২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। সে সময় থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD