মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে /

পঞ্চগড় জেলা শহরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার (১২ নভেম্বর) রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় (পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী) ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষতির পরিমাণ নিরূপণ করবো। সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিন থাকায় বাজারে তেমর লোকজন ছিল না। দ্রুত দোকান-পাট বন্ধ করে বাড়ি ফিরে যায় ব্যবসায়ীরা। হঠাৎ গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চগড় ফায়ার সার্ভিস। আগুনের দাবদাহ বাড়তে থাকলে আরো তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD