শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

পরীর অভিযোগকে মিথ্যা বললেন রাজ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে /

রাজের সঙ্গে মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেওয়ায় রাজ-পরীর সংসার ভাঙছে বলে আলোচনা চলছে শোবিজ পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।’ঘরের কথা’ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন পরীমণি। ইঙ্গিতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের প্রেমের সম্পর্কের কথা সামনে এনেছেন। কিন্তু পরীর সব অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড্‌ আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।”ঘরের কথা’ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন পরীমণি। ইঙ্গিতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের প্রেমের সম্পর্কের কথা সামনে এনেছেন। কিন্তু পরীর সব অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো শকড্‌ আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগই মিথ্যা।’এর আগে বুধবার রাতে হুট করেই স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন আলোচিত অভিনেত্রী পরীমণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফীকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন, নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করে নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথা-বার্তার স্ক্রিণশট তুলে ধরেন।বিষয়টি নিয়ে আলাপ করতেই রাজ জানালেন, ‘আমি আমার সব কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব- এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।’রাজ আরও বলেন, ‘পরী কেনো ওই স্ট্যাটাস দিয়েছে সেটা পরীই বলতে পারবে, তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস, সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলবো, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যতা নেই।মিম ও রাজ জুটি হয়ে ব্যবসাসফল ছবি ‘পরাণ’ উপহার দিয়েছেন। ‘দামাল’ ছবিতেও জুটি হয়েছেন তারা।ঘরের কথা এভাবে প্রকাশ্যে আনা কতটা উচিত- জানতে চাইলে রাজ বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয় কারও কাছে শেয়ার করা পছন্দ করি না। কারণ, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান ও শ্রদ্ধা করি। এখন ব্যক্তিগত বিষয় আরেকজন কিভাবে প্রকাশ করবে, তার ব্যাখ্যা আমি তো দিতে পারব না!’রাজ বলেন, ‘সংসার ভাঙবে- এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি। আমরা সন্তান নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছি। গতকালও আমরা কাছের লোকদের নিয়ে বাসায় পার্টি করলাম।’পরীমণির স্বামী রাজ বললেন, ‘আমি আবারও বলি, এসবের কিছুই জানি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেন। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD