মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে /

নোয়াখালীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।একপর্যায়ে তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছেন। জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।পরে গ্রেপ্তার আনোয়ার স্বীকার করেন তিনি ‘মজা’ করার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। তিনি এর আগেও, ৯৯৯-এ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশকে মিথ্যা তথ্য সরবরাহ করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD