শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

দিনে ২-৩ কেজি গালি খাই, ক্লান্ত হই না: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে /

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি ক্লান্ত হই না। কারণ আমি দিনে ২-৩ কিলো গালি খাই। খবর এনডিটিভির। গতকাল শনিবার (১২ নভেম্বর) তেলেঙ্গানায় এক দলীয় কর্মসূচিতে এসব কথা বলেন মোদি।ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমার কাছে অনেকেই জানতে চান, এত পরিশ্রম করেও কেন ক্লান্ত হই না আমি। এখন তা বলছি। কারণ, আমি প্রত্যেক দিন ২ থেকে ৩ কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এভাবেই আশীর্বাদ করেন। এই গালি আমার ভেতরে পুষ্টিতে রূপান্তরিত হয়। তাই একে ইতিবাচক হিসেবে দেখি। সভায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) দিকে ইঙ্গিত করে মোদি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলেঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প তেলেঙ্গানায় বাস্তবায়নে রাজ্য সরকার ইচ্ছে করে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি।সম্প্রতি রাজ্যটির মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর সম্প্রতি অভিযোগ করেন কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলেঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতনের চেষ্টা করছে বিজেপি।এরপর থেকে দক্ষিণের ওই রাজ্যে দুদলের ধারাবাহিক বিতণ্ডা শুরু হয়। তবে এর মধ্যে গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD