শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

ছোট ভাইকে হত্যা করে এসে লোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক বড় ভাই

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে /

কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই নুরুল হক নুরু (৫০)। এরপর হত্যার সেই লোমহর্ষক বর্ণনা সাংবাদিকদের কাছে দেন তিনি নিজেই।নিহত ব্যক্তির নাম বেল্লাল হাওলাদার (৩৫)। তিনি মহিষকান্দি গ্রামের মৃত্যু মোমিন হাওলাদারের ছোট ছেলে।স্থানীয়রা জানান, বেল্লাল হাওলাদার সঙ্গে তার বড় ভাই নুরুল হক নুরুর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বেলাল একা থাকার কারনে প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে রাত্রিযাপন করতো। গত ১৪ নভেম্বর সোমবার প্রতিদিনের মত প্রতিবেশীর বাড়িতে ঘুমিয়ে ছিলো বেল্লাল, বেল্লালের সাথে কথা বলবে বলে ভোর রাতে ঘরে প্রবেশ করে নুরু। ঘরের মালিক ওজু করতে বাইরে গেলে নুরু ধারালো দা দিয়ে বুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বেল্লালকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘর মালিক জানান, আমি ডাক চিৎকার দিয়ে লোক ডাকলেও কেও আসেনি। নুরু বাইরে চলে যায় এর পরে আমি আর মিজান তার পিছু নেই। মসজিদের সামনে গেলে লোকজন ডেকে তাকে ধরে মান্নান মেম্বারকে খবর দিয়েছি।এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীতার জেরেই এ হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD