বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

পাঞ্জাবে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে /

ভারতের পাঞ্জাব প্রদেশে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। প্রদেশের অমৃতসরের কাছাকাছি এলাকায় এ ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় সময় আজ সোমবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৪২ মিনিটে ১২০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটি সংঘটিত হয়।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ বিষয়টি নিশ্চিত করেছে।সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, দেশটির দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় গত সপ্তাহে দুবার ভূমিকম্প হয়। প্রথমটি ছিল ৯ নভেম্বর। যার কেন্দ্রস্থল ছিল নেপালে এবং রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩। সে সময় দিল্লিসহ ভারতের গাজিয়াবাদ, গুরুগ্রাম ও লখনৌতে ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১২ নভেম্বর দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD