মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

বাজার থেকে উধাও চিনি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে /

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খড়গ দেশবাসীর কাঁধ থেকে কবে নামবে তা বলা মুশকিল। বাড়তি পণ্যমূল্যের ভার বহন করেই দৈনন্দিন জীবন পাড়ি দিচ্ছেন জনসাধারণ। একদিকে পণ্যের বাড়তি দাম আরেক সেই পণ্যের সরবরাহ কম এটাও দেশবাসীর কাছে সয়ে গেছে। কিন্তু এবার বাজার থেকে রীতিমতো একটি পণ্য উধাও হয়ে গেছে। রাজধানীর খুচরা বাজার থেকে চিনি যেনো একরকম উধাও হয়ে গেছে। কোনো দোকানে মিললেও সেখানে চাওয়া হচ্ছে আকাশচুম্বী দাম।গতকাল রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ দোকানেই চিনি মিলছে না। ক্রেতারা চিনি কিনতে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কোনো কোনো দোকানে পাওয়া গেলেও প্রতিদিনের দামের চেয়ে কয়েক গুণ বেশি দাম চাওয়া হচ্ছে। ক্রেতার শেষে হতাশ হয়ে চিনি না কিনেই বাড়ি ফিরছেন।উল্লেখ্য, গেল এক মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পণ্যটির মূল্য। বছর শেষে যা দাঁড়িয়েছে ২২ শতাংশে।চিনি শিল্প বেসরকারিখাতের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এই পরিস্থিতি, দাবি কনজ্যুমার অ্যাসোসিয়েশনের। যদিও উৎপাদন বাড়ানোর আশ্বাস শিল্প করপোরেশনের। সবকিছুর লাগামহীন দামে যখন নিম্ন-মধ্যবিত্তের নাভিশ্বাস, তখন কষ্ট আরো বাড়িয়েছে, গেল এক মাসের চিনির সংকট।বাজার থেকে যেন একরকম উধাও এই নিত্যপণ্য। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে অল্প কয়েকটি দোকানে চিনি মিললেও দাম চড়া। ফলে প্রভাব পড়েছে মিষ্টিজাত পণ্যের দামেও।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD