বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

নেতৃত্ব ছাড়ছেন ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে /

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের (প্রতিনিধি পরিষদ) ডেমোক্র্যাট লিডারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যান্সি পেলোসি। আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় পদ ছেড়ে দিলেও কংগ্রেসের নিম্নকক্ষে ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন পেলোসি।উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে এ পদ সামলাচ্ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ৮২ বছর বয়সী এ হাউস স্পিকার এক ঘোষণায় বলেন, নতুন নেতৃত্বের হাতে ডেমোক্র্যাটদের দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি।এরইমধ্যে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেস স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে অভিনন্দন জানিয়েছেন। জানুয়ারি নাগাদ তিনি পেলোসির স্থলাভিষিক্ত হতে পারেন। কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ২১৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পরই আসে ঘোষণাগুলো। অবশ্য, ডেমোক্র্যাটদের সাথে রয়েছে স্বল্প ব্যবধান। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২২৩টির মতো আসনে জয়ী হতে পারেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD