বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য পর্তুগালের সাথে দ্বৈতকর পরিহার চুক্তি করবে বাংলাদেশ। গত বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা সফররত পর্তুগিজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিকো আন্দ্রের সাথে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগের উদ্যোগ এগিয়ে নিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে পর্তুগালের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৯ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এই সুবিধা যেন এরপরও অব্যাহত থাকে সে বিষয়ে পর্তুগালের সহায়তা চেয়েছেন শাহরিয়ার আলম।