মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। আজ শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।জানা গেছে, সংবাদ পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, তারা ধারণা করছেন, ট্রাকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।তারা আরো জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং ঘাতক বাহনও জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD