রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। আজ শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।জানা গেছে, সংবাদ পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, তারা ধারণা করছেন, ট্রাকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।তারা আরো জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং ঘাতক বাহনও জব্দ করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।